দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে: নাসীরুদ্দীন

দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে: নাসীরুদ্দীন

সবাইকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে কোনো দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে।

শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যদি কোনো দূতাবাস আক্রান্ত হয়, যদি কোনো সাবোটাজ কর্মকাণ্ড এখানে চলে, তাহলে বহির্শক্তি এখানে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না।

সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত থেকে প্রতিনিয়ত শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে। আর ভারত নগ্নভাবে সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, যারা এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে চায়।দেশের জনগণকে বলবো অহিংস এবং গণতান্ত্রিকভাবে রাজপথে নেমে আসুন, যারা সাবোটাজ করতে চায়, সাংবাদিকদের ওপর হামলা করতে চায়, দূতাবাসে হামলা করতে চায়, তাদের নিবৃত্ত করুন। 

এনসিপির নেতা বলেন, আমাদের আবেগ আছে। কিন্তু একইভাবে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ। আমাদের লজিক দিয়ে কাজ করতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে অনেক অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায় জ্বালাও-পোড়াও-ভাঙচুর নেতৃত্ব দিয়েছে। এনসিপি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায়।

তিনি বলেন, আমরা গণতান্ত্রিক এবং অহিংস্র রাজনীতির পক্ষে। সহিংস রাজনীতির বিপক্ষে। এই সময় এই আদর্শ আমাদের শিখিয়ে গেছেন শরিফ ওসমান হাদি।উনি গড়ার কাজ করেছেন। ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছেন। তিনি ছায়ানটের বিরুদ্ধে নতুন কালচারাল সেন্টার গড়ার কাজ করেছেন, কিন্তু কখনো ছায়ানট ভাঙতে যাননি। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল বাতিল করে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। 

অবস্থান কর্মসূচিতে ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’, ‘হাদি-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দেওয়া হচ্ছে। 

অবস্থান কর্মসূচিতে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জুলাইযোদ্ধা খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS