News Headline :
সরকারের ‘সবুজ সংকেত’ না মেলায় হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সমস্যা কাটাতে তামিমের ‘ক্লাসে’ শান্ত, পেলেন কাঙ্ক্ষিত সমাধান মোস্তাফিজকে কেনা ‘বুদ্ধিদীপ্ত’, পাথিরানার ১৮ কোটি দেখে অবাক শ্রীকান্ত বিশ্বকাপের প্রাইজমানি বাড়ল ৫০ শতাংশ, অংশ নিলেই মিলবে ১২৮ কোটি টাকা! মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশকে ‘শিক্ষা দেওয়ার হুমকি’ দিলেন আসামের মুখ্যমন্ত্রী ‘পারস্পরিক বাণিজ্য সহযোগিতার ভিত্তিতে এগিয়ে চলেছে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া’ কচুলতায় জেগে উঠছে সম্ভাবনা, বদলাচ্ছে কৃষকের ভাগ্য নির্বাচন বানচালে বিশেষ মহলের অস্থিরতা তৈরির চেষ্টা: দুদু
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৭ জন বরখাস্ত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৭ জন বরখাস্ত

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় স্বাস্থ্য সেবা ও শিক্ষা বিভাগের ৭ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে সচিবালয়ের ভেতরে সংঘটিত ঘটনার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় গত ১২ ডিসেম্বর গ্রেপ্তার হন কর্মচারী শাহীন গোলাম রাব্বানী, বিকাশ চন্দ্র রায়, এবং ইসলামুল হক। পরবর্তীতে প্রশাসনিক কারণ দেখিয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারকের আলোকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাদের গ্রেপ্তারের তারিখ ১২ ডিসেম্বর থেকে ভূতাপেক্ষভাবে সাময়িক বরখাস্ত করা হয়।

এছাড়া ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে দাখিলকৃত শাহবাগ থানার ৮ নম্বর মামলায় প্রশাসনিক কর্মকর্তা মো. রোমান গাজী, অফিস সহায়ক মো. আবু বেলাল, ব্যক্তিগত কর্মকর্তা মো. মহসীন আলী এবং মো. তাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অফিস আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তারা প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS