আরও ১৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আরও ১৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকিংখাতে অতিরিক্ত বৈদেশিক মুদ্রার জোগান বাড়তে থাকায় ডলার উদ্বৃত্ত হচ্ছে। বিপরীতে চাহিদা সে হারে না বাড়ায় বাজারে ডলারের দামের পতন ঠেকাতে আরও ১৪ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এতে সাড়ে চার মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়াল ২ দশমিক ৮০ বিলিয়ন ডলারে।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংক জানায়, ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এ ডলার কেনা হয়েছে। এ সময় ডলারের এক্সচেঞ্জ দর ছিল প্রতি ডলার ১২২ টাকা ২৯ পয়সা এবং ১২২ টাকা ৩০ পয়সা। সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট দুই হাজার ৮০৪ মিলিয়ন বা ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্যে জানা গেছে, অতিরিক্ত প্রবাসী আয় আসার কারণে ডলারের জোগান বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসের ১ থেকে ১০ ডিসেম্বর সময়ে দেশে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৮ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৪৩৩ কোটি ডলার। গত বছরের একই সময়ে এ অংক ছিল এক হাজার ২২৩ কোটি ডলার। এর প্রভাবে ব্যাংকিংখাতে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS