এনসিপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ তীব্র প্রতিবাদ

এনসিপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ তীব্র প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নারী সদস্যকে মারধরের অভিযোগে আমাদের দলের কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সে বিষয়ে এনসিপি দৃঢ়ভাবে জানাচ্ছে, ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত।

দলের দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহসহ যেসব নেতার নাম এ মামলায় জড়ানো হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এনসিপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনকে কেন্দ্র করে আগামীর রাজনৈতিক কার্যক্রম সামনে রেখে কিছু স্বার্থান্বেষী মহল, যারা ভিন্ন রাজনৈতিক শক্তির এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়, ইচ্ছাকৃতভাবে দলীয় অভ্যন্তরে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

মামলার বর্ণনায় যেসব ঘটনার উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও বাস্তবতাবিবর্জিত। যেদিন কার্যালয়ে হামলার কথা বলা হয়েছে, সেদিন সংশ্লিষ্ট নেতা মোহাম্মদ আতাউল্লাহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না; তিনি ঢাকায় অবস্থান করছিলেন। তা সত্ত্বেও তাকে ১ নম্বর আসামি করা হয়েছে – যা ই মামলার রাজনৈতিক উদ্দেশ্য ও অসৎ অভিপ্রায়কে স্পষ্টভাবে প্রকাশ করে। একইভাবে, ২ নম্বর আসামির কাছে অভিযোগ জমা দেওয়ার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা; কারণ তিনি একজন সাধারণ সদস্য মাত্র এবং এ ধরনের দায়িত্ব তার আওতার মধ্যে পড়ে না।

সম্প্রতি জেলা কার্যালয়ে বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, সেটিকে পরিকল্পিতভাবে দলীয় নেতাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে – যা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ও সুস্পষ্টভাবে ষড়যন্ত্রমূলক।

আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত প্রত্যাশা করি। একই সঙ্গে মিথ্যা অভিযোগের মাধ্যমে আমাদের নেতাদের হয়রানি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি। যারা প্রকৃত ঘটনা বিকৃত করে দলকে কলঙ্কিত করার অপচেষ্টা চালিয়েছে, তাদের চিহ্নিত করে জাতীয় নাগরিক পার্টির শৃঙ্খলা কমিটি যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

জাতীয় নাগরিক পার্টি জনগণের কল্যাণ ও গণতান্ত্রিক রাজনীতিতে অবিচলভাবে বিশ্বাসী। মিথ্যা মামলা, ষড়যন্ত্র বা অপপ্রচার – কোনোটিই আমাদের দল কিংবা নেতাদের জনগণের সেবা ও সুষ্ঠু রাজনীতির পথ থেকে বিচ্যুত করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS