পাকিস্তানের কাছে সিরিজ হারল বাংলাদেশ

পাকিস্তানের কাছে সিরিজ হারল বাংলাদেশ

কক্সবাজার একাডেমি মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮৪ রানে অলআউট হওয়ার খেসারত দিতে হয়েছে স্বাগতিকদের।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১৪ রানে ওপেনার মায়মুনা নাহার ফিরলে শুরু হয় উইকেট পতনের মিছিল। নিয়মিত বিরতিতে আউট হয়ে যান জান্নাত, সাদিয়া ইসলাম, ফারজানা ইয়াসমিন ও সুমাইয়া আক্তার। দলীয় ৩১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা।

এরপর হাবিবা ইসলাম ও সাদিয়া আক্তার চেষ্টা করেছিলেন ইনিংস ঘুরিয়ে দেওয়ার। দুজন মিলে গড়েন ২২ রানের জুটি। হাবিবার ব্যাটে আসে ৯ রান। এক প্রান্ত আগলে রাখা সাদিয়ার সংগ্রামেও বড় স্কোর গড়া হয়নি। ইনিংসের সর্বোচ্চ ২৭ রান করেন তিনি যা ছিল দলের একমাত্র দুই অঙ্কের স্কোর। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পাকিস্তানের হয়ে বারিরাহ সাইফ ৩ উইকেট ও রোজিনা আকরাম ২ উইকেট নেন।

স্বল্প রানের জবাবে ইনিংসের দ্বিতীয় বলেই পাকিস্তানকে ধাক্কা দেন অতশী মজুমদার। ক্যাপ্টেন ইমান নাসের শূন্য রানে ফিরলে স্বাগতিক শিবিরে আশার আলো জ্বলে ওঠে। কিছুক্ষণ পর রানআউট হয়ে ফেরেন ১০ রান করা রাহিমা সাঈদ। তবে তৃতীয় উইকেটে কমল খান ও আকসা হাবিব গড়েন ৩৭ রানের জুটি যা ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে নিয়ে যায়।

২১ রান করে আকসা ফিরলে (ফারজানা ইয়াসমিনের শিকার) ও ২৫ রান করা কমল এলবিডব্লিউ হলে কিছুটা চাপ বাড়লেও জয়ের পথে আর থামেনি সফরকারীরা। ফিজা ফায়াজ ও আরিশা আনসারি অপরাজিত থেকে দলকে লক্ষ্য ছুঁইয়ে দেন ১৮ বল হাতে রেখে।

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। অন্যদিকে শেষ ম্যাচের দৃঢ়তায় সিরিজ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS