ই-ডেস্ক সিস্টেম চালু করল বাংলাদেশ ব্যাংক

ই-ডেস্ক সিস্টেম চালু করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ফাইলিং ও নোটিং সিস্টেমে কাগজের ব্যবহার উঠে গেল। বুধবার (১০ ডিসেম্বর) থেকে সব নোটিং কার্যক্রম অনলাইনভিত্তিক ই-ডেস্কের মাধ্যমে চলবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সব ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট পরিচালকরা উপস্থিত ছিলেন।

ই-ডেস্ক সিস্টেম উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নতুন যুগে প্রবেশ করছে। গতানুগতিক কাগজভিত্তিক নোটিংয়ের বাইরে এখন থেকে অনলাইন সিস্টেমে নোটিং সম্পন্ন হবে।
শুরুর পর্যায়ে শুধু বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সিস্টেমটি চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি বাংলাদেশ ব্যাংকের সব অফিসে চালু করা হবে।

আগামী ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর স্তর পর্যন্ত নিষ্পত্তিযোগ্য সব নোটিং ই-ডেস্কের মাধ্যমে সম্পন্ন হবে। পরবর্তীতে ১ জানুয়ারি ২০২৬ থেকে সব পর্যায়ের নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্কের মাধ্যমেই নিষ্পত্তি করা হবে।

বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এবং আইসিটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা যৌথভাবে সিস্টেমটি ডেভেলপ করেছেন।

ই-ডেস্ক ব্যবস্থার মাধ্যমে ডিজিটাইজেশনে বাংলাদেশ ব্যাংক আরেক ধাপ এগিয়ে গেল। এতে নোটিংয়ে স্বচ্ছতা ও গতি বাড়বে এবং নোটের সঙ্গে সংশ্লিষ্ট সবার দায়িত্ব আরও দৃশ্যমান হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS