News Headline :
প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ খিলক্ষেতে অপহৃত ব্যক্তি আশুলিয়ায় উদ্ধার, আটক ৭ থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ৭২ টাকা কেজি দরে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি’ প্রাক-চুক্তিপত্র সই, ইতালি থেকে আসবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান নারীস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাসের দাবি রোকেয়া দিবসে নারী সংহতির শ্রদ্ধাঞ্জলি গাজীপুর কারাগারে ‘আয়নাবাজি’: ছাত্তারের জেল টাকার বিনিময়ে খাটছেন সাইফুল
প্রাক-চুক্তিপত্র সই, ইতালি থেকে আসবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান

প্রাক-চুক্তিপত্র সই, ইতালি থেকে আসবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান

বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে ইতালির মহাকাশ, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কোম্পানি লিওনার্দো এসপিএর লেটার অব ইনটেন্ট (এলওআই) বা প্রাক-চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই এলওআই স্বাক্ষরিত হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যু্দ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে এই এলওআইয়ের আওতায় লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমান বাহিনীকে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান সরবরাহ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS