বাংলাদেশে যাত্রা শুরু করলো জাপানি রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন কোম্পানি জে পি বিল্ডিং এর বাংলাদেশী অফিস জেপি বিল্ড বিডি কো. লিমিটেড।
সোমবার (২২ মে) রাজধানীর একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশের নিযুক্ত জাপানি হাইকমিশনার ইওয়ামা কিমিনোরি এবং জেপি বিল্ড বিডি কো লিমিটেডের চেয়ারম্যান আকিও ইয়ামামোটো।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেবিএস হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সুসুমু সাকাই, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মোঃ আমিন হেলালী, এফবিসিসিআইয়ের পরিচালক এবং জেসিএক্সের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ ইকবাল হোসেন চৌধুরী এবং কামাল চৌধুরী, সিইও, জেবিএস হোল্ডিংস লিমিটেড।
উল্লেখ্য, জাপানে ২০১৮ সালে রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন বিজনেস শুরু করে জেপি বিল্ড কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠনটি কনস্ট্রাকশন কাজের পাশাপাশি সোলার পাওয়ার প্লান্ট, ইকো এনার্জি পাওয়ার জেনারেশন ফ্যাসিলিটিস, রিয়েল স্টেট বিজনেস এবং কনসাল্টিং সার্ভিস দিয়ে যাচ্ছে। মাত্র পাঁচ বছরেই জাপানের গণ্ডি ছাড়িয়ে দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়ার পরে বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে পড়ছে এর কাজের ক্ষেত্র।