ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক শুরুতে মানতেই চাননি অভিনেত্রী সোনাক্ষী সিনহার পরিবার। কিন্তু হার মানেননি সোনাক্ষী ও তার প্রেমিক জাহির ইকবাল। অবশেষে ২০২৪ সালের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
তবে সোনাক্ষী ও জাহিরের বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তারা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। কিন্তু, সমাজিকমাধ্যমে কটাক্ষের শিকার হন তারা। অতিষ্ঠ হয়ে সোনাক্ষীকে নিতে হয় একটি পদক্ষেপ?
সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে এসে তার বিয়ে নিয়ে যে সমালোচনা হচ্ছে সেই প্রসঙ্গে কথা বলেন সোনাক্ষী। তিনি বলেন, ‘যারা আমার জীবন নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন, তাদের আমি ব্যক্তিগত ভাবে চিনি না, জানি না। আমি এই পৃথিবীর প্রথম কিংবা শেষ মেয়ে নই, যে ভিন্নধর্মে বিয়ে করেছে। একজন পরিণত নারী তার জীবনের সিদ্ধান্ত নিয়েছে।
সোনাক্ষী আরও বলেন, এতে অসুবিধা কিসের আমি বুঝি না! আমি এত বাজে মন্তব্য দেখেছি, যে বিয়ের পরে সমাজিকমাধ্যমের পাতায় মন্তব্য বিভাগটা বন্ধ করে রেখেছিলাম। অনেক অচেনা মানুষকে আমি ব্লক করতেও বাধ্য হই।
সোনাক্ষী ও জাহিরের পরিচয়ের সূত্রপাত প্রায় এক দশকের বেশি সময় আগে। ২০১৩ সালে সালমান খানের আয়োজিত একটি পার্টিতে প্রথম তাদের দেখা হয়। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, যা সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।
ব্যক্তিজীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেছেন সোনাক্ষী। দীর্ঘ সময় তারা প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেননি। কিন্তু বর্তমানে হিন্দি চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সুখী তারকা দম্পতি হিসেবেই দেখা হয়।