কাজল-টুইঙ্কেলের টক শো-তে কেন আসেননি শাহরুখ?

কাজল-টুইঙ্কেলের টক শো-তে কেন আসেননি শাহরুখ?

বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল এবং টুইঙ্কেল খান্নার জনপ্রিয় টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ যখন প্রথম প্রচারিত হয়, তখন থেকেই দর্শকের মধ্যে এক ভিন্ন উন্মাদনা দেখা যায়। আমির খান এবং সালমান খানের মতো বলিউডের প্রথম সারির সুপারস্টাররা এই শো-এর প্রথম পর্বগুলোতে অতিথি হয়ে এসেছেন।

তবে বলিউড বাদশা শাহরুখ খানের অনুপস্থিতি অনুরাগীদের মনে বারবার প্রশ্ন জাগিয়েছিল। সম্প্রতি, শাহরুখ খান নিজেই এই বিষয়ে নীরবতা ভেঙেছেন। জানিয়েছেন বন্ধু কাজল ও টুইঙ্কেলের অনুষ্ঠানে যোগ দিতে না পারার পিছনের কারণ কী।

শাহরুখ খান স্বীকার করেন যে, তার দীর্ঘদিনের বন্ধু কাজল এবং টুইঙ্কেলের অনুষ্ঠানে অংশ নিতে না পারায় তার সত্যিই খুব খারাপ লেগেছে। তিনি জানান, অনুপস্থিতির প্রধান কারণ ছিল তার পেশাগত বাধ্যবাধকতা।

তিনি বলেন, আসলে আমি সেই সময় আমার নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে খুব ব্যস্ত ছিলাম। টানা শুটিংয়ের শিডিউলের কারণে আমি সময় বের করতে পারিনি।

ব্যস্ততা ছাড়াও, তার অনুপস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল শারীরিক অসুস্থতা। তিনি আরও উল্লেখ করেন, এর মাঝখানে আমার হাতে একটি চোটও লেগেছিল। শারীরিক অসুস্থতা এবং সিনেমা কাজ- এই দুটি কারণে আমি শেষ মুহূর্তে যেতে পারিনি।

একজন সুপারস্টারের ব্যস্ত সূচি ও অপ্রত্যাশিত শারীরিক আঘাত কীভাবে তার পরিকল্পনা বদলে দিতে পারে, এই ঘটনা তার একটি স্পষ্ট উদাহরণ।

তবে গুরুতর কারণ ছাড়াও, শো-এর একটি বিশেষ দিক নিয়ে শাহরুখ খান মজার ছলে আপত্তি জানিয়েছেন, যা বন্ধুত্বের গভীরতা প্রমাণ করে। তিনি রসিকতা করে বলেন, আমি অবশ্যই যেতে চেয়েছিলাম, কিন্তু ওই খাবার খাওয়ার ঝক্কিটা বাদ দিয়ে। এত্ত খাবার থাকে ওদের শো-এ!

বলিউড বাদশার এই মন্তব্য আসলে শো-এর একটি হালকা সমালোচনা, যা দুই বন্ধুর মধ্যে সহজ সম্পর্ককে তুলে ধরে। এটি প্রমাণ করে, বিতর্ক বা জল্পনা যাই হোক না কেন, তাদের বন্ধুত্ব এখনও মজবুত।

এদিকে শাহরুখ খান প্রতিশ্রুতি দেন যে, আসন্ন সিনেমার কাজ শেষ হলেই তিনি দ্রুত কাজলের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও অবশ্যই তাদের টক শো-এ অতিথি হিসেবে আসবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS