ওয়ানডে ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠছিল। সুযোগ পেলেও নিজেকে সেভাবে তুলে ধরতে পারছিলেন না ইয়াসভি জয়সাওয়াল। অবশেষে চতুর্থ ম্যাচেই উঠে এল সেই প্রত্যাশিত ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেললেন ১২১ বলে অপরাজিত ১১৬ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাটে ভর করেই ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল ভারত।
২৭১ রানের লক্ষ্য তাড়ায় ভারতকে চমৎকার সূচনা এনে দেন রোহিত শর্মা ও জয়সাওয়াল। এই জুটি ওপেনিংয়ে যোগ করেন ১৫৫ রান। আক্রমণাত্মক শুরুটা এনে দেওয়া রোহিত ৭৩ বলে ৭৫ রান করে ফিরে যান। তবে অন্য প্রান্তে জয়সাওয়াল আরও সাবলীল হয়ে ওঠেন।
রোহিতের বিদায়ের পর দায়িত্ব নেন বিরাট কোহলি। অভিজ্ঞতা ও ধীরস্থিরতা দিয়ে জয়সাওয়ালকে সঙ্গ দিয়ে ৪৫ বলে অপরাজিত ৬৫ রান করে ভারতের জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ৩৯.৫ ওভারে ৯ উইকেটের বড় ব্যবধানে ম্যাচটা জিতে নেয় স্বাগতিকরা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস গড়ে দেন কুইন্টন ডি কক। ৮০ বলে সেঞ্চুরি স্পর্শ করার পর ৮৯ বলে ১০৬ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৮টি চার ও ৬টি ছক্কার মার। তবে তার এই লড়াকু সেঞ্চুরি সঙ্গী পায়নি ব্যাটিংয়ে।
শুরুতেই রায়ান রিকেলটন শূন্য রানে ফিরলে চাপ বাড়ে। এরপর টেম্বা বাভুমা (৪৮) ও ডি কক ১১৩ রানের জুটি গড়লেও মাঝের সারিতে ম্যাথু ব্রিটজের ২৪ ও ডেওয়াল্ড ব্রেভিসের ২৯ ছাড়া তেমন কেউ দাঁড়াতে পারেননি।
ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ নৈপুণ্য দেখান প্রসিধ কৃষ্ণা ও কুলদীপ যাদব, দুজনেই শিকার করেন ৪টি করে উইকেট। বাকি দুটি আসে আর্শদীপ সিং ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে।
টানা ২০ ম্যাচ টসে হারা ভারতের জন্য এ ম্যাচে টসে জেতাটাই ছিল বাড়তি স্বস্তি। সুযোগ কাজে লাগাতে একেবারেই ভুল করেনি তাদের ব্যাটাররা। জয়সাওয়ালের সেঞ্চুরি আর কোহলির অভিজ্ঞতায় দারুণভাবেই সিরিজ নিজেদের করে নেয় ভারত।