ডিইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভায় বর্তমান পূর্ণাঙ্গ কমিটি পুনঃনির্বাচিত

ডিইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভায় বর্তমান পূর্ণাঙ্গ কমিটি পুনঃনির্বাচিত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি পদে মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পরবর্তী পূর্ণ মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন। এই সময়ে তাদের নেতৃত্বে বর্তমান পূর্ণাঙ্গ কমিটি দায়িত্ব পালন করবেন।

শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ডিইউজের সিনিয়র সদস্য ও নিউনেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে এ অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদে আছেন, সহসভাপতি রফিক মুহাম্মদ, খন্দকার হাসনাত করিম ও রাশেদুল হক , যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ  খন্দকার আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ এবং নির্বাহী সদস্য পদে আমীর হামযা চৌধুরী, মো. নিজাম উদ্দিন (দরবেশ নিজাম), রাজু আহমেদ, এম. মোশাররফ হোসাইন, তালুকদার এএইচএম নুরুল মোমেন (তালুকদার রুমী), মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার), মো. আবদুল্লাহ মজুমদার এবং ফখরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএফইউজে মহাসচিব কদের গণি চৌধুরী, বিএফইউজে’র সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ডিইউজের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই সিকদার, জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। তবে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে গণমাধ্যমগুলোতে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা পুনরায় পুনর্বাসনের জন্য সাংবাদিকদের ঐক্য নষ্টের ষড়যন্ত্র করছে। তাই সব ভেদাভেদ ভুলে ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সভার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম এবং কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS