স্বামীকে নিয়ে বেফাঁস মন্তব্যে মুখ খুললেন টুইঙ্কল খান্না

স্বামীকে নিয়ে বেফাঁস মন্তব্যে মুখ খুললেন টুইঙ্কল খান্না

দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না। সংসার সামলানো নিয়েই বেশি ব্যস্ত অক্ষয় ঘরনি। সম্প্রতি ‘টু মাচ’ শিরোনামে নতুন একটি অনুষ্ঠান সঞ্চালনা করে আলোচনায় অভিনেত্রী। যাতে তার সহ-সঞ্চালক হিসেবে রয়েছেন কাজল। 

গত অক্টোবর মাসে সম্প্রচার হওয়া একটি পর্বে ‘স্বামীদের বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। ছোট ভুল বলে সেসব এড়ানো যায়,’ স্বামীদের ‘পরকীয়া’ নিয়ে এমনই বেফাঁস মন্তব্য করেন টুইঙ্কল। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এবার বিতর্ক ‘ধামাচাপা’ দিতে মুখ খুললেন অভিনেত্রী।
 
টুইঙ্কল বলেন, এটা এমন কোনো গুরুতর বিষয়ই নয়। এটা নিয়ে অহেতুক এত সমালোচনা হচ্ছে। এটা মজাচ্ছলেই আমরা বলেছিলাম। যদি এক বিবাহ বা একজন সঙ্গীকে নিয়েই সকলে সারাজীবন সত্যিই অতিবাহিত করতে পারত, তাহলে সেটা নিয়ে আমরা অবশ্যই ভেবেচিন্তে কথা বলতাম। এটা নিতান্তই রসিকতা ছিল।

বিতর্ক এখানেই শেষ নয়, আরও একটি পর্বে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানে সঞ্চালিকাদের প্রশ্ন তোলা হয়, মানসিকভাবে ঠকানো নাকি শারীরিকভাবে ঠকানো, কোনটা বড় অপরাধ? তাদের এ মন্তব্য নিয়ে চারদিকে সমালোচনার বন্যা বয়ে যায়। অনেকেই এ প্রসঙ্গে তাদের ব্যক্তিজীবনকে তুলে আনেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS