বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত দোয়া-মোনাজাত। এই দোয়া অনুষ্ঠানে অংশ নেনে বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। যা রাজনৈতিক সম্প্রীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের উদ্যোগে ও শ্যামনগর উপজেলা বিএনপি আয়োজনে এই সম্মিলিত দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান, জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোস্তফা আল মামুন (হাজী মনির), উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, ইসলামী আন্দোলন শ্যামনগর পৌর শাখার সভাপতি হাফেজ মনিরুল ইসলামসহ বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে সাতক্ষীরা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম বলেন, আমরা রাজনৈতিকভাবে ভিন্নমতের হলেও মানবিকতার প্রশ্নে আমরা সবাই এক। বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতির জন্য অনেক অবদান রয়েছে। তার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলে উপস্থিত হতে পারা আমাদের জন্য গর্বের। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আরো একবার রাষ্ট্র পরিচালনা করতে পারেন-এই দোয়াই আমাদের সকলের।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোস্তফা আল মামুন (হাজী মনির) বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের শিক্ষা। আজকে রাজনৈতিক সীমারেখা পেরিয়ে আমরা এখানে এসেছি মানবিকতার টানে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি-তিনি যেন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ আরোগ্য প্রদান করেন এবং জাতিকে ঐক্য ও শান্তির পথে পরিচালিত করেন।
সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি আজ শুধু একটি দলের বিষয় নয়, এটি পুরো জাতির একটি মানবিক ইস্যু। আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে উপস্থিত হয়ে যে সম্প্রীতির বার্তা দিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, মানবিক প্রশ্নে ঐক্যই পারে জাতিকে এগিয়ে নিতে।
আলোচনা শেষে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে নিয়ে কান্না জড়িত কণ্ঠে দুই হাত তুলে আল্লাহর নিকট বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেক।
এদিকে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যেও এমন সম্মিলিত অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় প্রবীণ রাজনৈতিক ব্যক্তি হারুন অর রশিদ বলেন, রাজনৈতিক উত্তেজনার সময়েও এতগুলো দলের নেতাকে একই মঞ্চে দাঁড় করিয়ে দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করানো সত্যিই অনন্য ব্যাপার।