৯০১০ কোটি টাকা ক্ষতিসাধন: বিটিআরসির সাবেক চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

৯০১০ কোটি টাকা ক্ষতিসাধন: বিটিআরসির সাবেক চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ৯০১০ কোটি টাকা আর্থিক ক্ষতি করার অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ ডিসেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার আসামিরা হলেন— বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার মো. জহুরুল হক, মো. রেজাউল কাদের এবং মো. আমিনুল হাসান।

দুদক সূত্র জানায়, অভিযুক্ত সাবেক কমিশনাররা ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত বিটিআরসিতে দায়িত্ব পালনকালে সরকারের অনুমোদন ব্যতীত, সংশ্লিষ্ট আইন–গাইডলাইন–সরকারি নির্দেশনা লঙ্ঘন করে সরকারের স্বার্থ/রাজস্বের ক্ষতি করেন। উদ্দেশ্য ছিল নিজেদের বা আইজিডাব্লিউ অপারেটর মালিকদের আর্থিকভাবে লাভবান করা।

তদন্তে উঠে এসেছে, আন্তর্জাতিক ইনকামিং কল আনার ক্ষেত্রে ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ বছরের জন্য পরীক্ষামূলকভাবে নির্ধারিত প্রতি কল মিনিট টার্মিনেশন রেট ০.০৩ মার্কিন ডলারের পরিবর্তে ০.০১৫ ডলার, সরকারের রেভিনিউ শেয়ার ৫১.৭৫%–এর পরিবর্তে ৪০%, এবং আইজিডাব্লিউ অপারেটরের শেয়ার ১৩.২৫%–এর বদলে ২০% নির্ধারণ করা হয়।

এই পরীক্ষামূলক সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরও ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত মোট ২৮ মাস বেআইনিভাবে তা বহাল রাখা হয়।

ফলে সরকারের ১. রেভিনিউ শেয়ারে গরমিলের কারণে ক্ষতি: ৩৮৩ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ৪৩৬ টাকা ২. কম রেটে কল আনার কারণে ক্ষতি: ২৯৪১ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার ৬৭৪ টাকা ৩. বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হওয়ায় ক্ষতি: ৫৬৮৫ কোটি ১ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা (৭২ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৬৯ মার্কিন ডলার)। সব মিলিয়ে সরকারের মোট আর্থিক ক্ষতি দাঁড়ায় ৯০১০ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ৮৫ টাকা।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪১৮ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS