রাজধানীতে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি

রাজধানীতে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি

দিনভর তাপপ্রবাহের পর সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতে। মঙ্গলবার বিকেলের পরে ঝোড়ো বাতাসের সঙ্গে ঝুম বৃষ্টি শুরু হয়। এ সময় রাজধানীজুড়ে ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১০২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজধানীর আগারগাঁও এলাকায় ৭৪ কিলোমিটার ঝড় বয়ে গেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ আবহাওয়াবিদ আরও যোগ করেন, দিনাজপুর, ময়মনসিংহ, রংপুর, সিলেট, এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে মঙ্গলবার সকাল ৬টা থেকেই দেশের বিভিন্ন জায়গায় ঝড়ের বিষয়ে জানিয়েছিল আবহাওয়া অফিস। সে সময় দেশের সব নদীবন্দরকে সতর্কতা সংকেতও দেখাতে বলা হয়।

অন্যদিকে সকাল থেকেই ঢাকার আকাশ আংশিক মেঘলা ছিল। কখনও কখনও মেঘের দেখা মিললেও, ক্রমেই তা কেটে যায়। তবে বিকেল থেকে আবারও কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এতে বিকেলেই সন্ধ্যায় নেমে আসে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS