দ্বন্দ্ব কাটিয়ে একফ্রেমে, ‘জি লে জারা’ আসছে কবে?

দ্বন্দ্ব কাটিয়ে একফ্রেমে, ‘জি লে জারা’ আসছে কবে?

‘দিল চাহতা হ্যায়’ সিনেমার ২০ বছর পূর্তিতে একুশ সালে ‘জি লে জারা’ সিনেমার ঘোষণা করেছিলেন ফারহান আখতার। ‘জিন্দেগি না মিলেগি দুবারা’র মতো বলিউডের তিন নায়িকাকে নিয়ে রোড ট্রিপের সিনেমা তৈরি করতে চেয়েছিলেন পরিচালক-প্রযোজক। 

আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে চিত্রনাট্যের প্রথম খসড়াও প্রস্তুত করে রেখেছিলেন তিনি। কিন্তু তিন নায়িকার দিনক্ষণ পাওয়া নিয়ে এতটাই সমস্যায় পড়তে হয় যে, একাধিকবার শুটিং শিডিউল বাতিল করতে হয় নির্মাতাদের।

শেষমেশ প্রিয়াঙ্কা সরে আসেন। আলিয়াও অন্য সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সবমিলিয়ে ‘জি লে জারা’র শুটিং বন্ধই হয়ে যায়! পরবর্তীতে শোনা যায়, সিনেমাটাই হচ্ছে না। তবে এবার নারীকেন্দ্রিক এই রোড ট্রিপের সিনেমা নিয়ে বড় খবর দিলেন ফারহান আখতার।

বলিউড মাধ্যম সূত্রে খবর, তিন নায়িকার ডেট পেতে গিয়ে নাকি মারাত্মক বেগ পেতে হয় ফারহান ও জোয়া আখতারকে। বিশেষ করে প্রিয়াঙ্কা বর্তমানে গ্লোবাল স্টার হওয়ায় তার শুটিং শিডিউল ঠিক করা যাচ্ছিল না। তবে সম্প্রতি দেশি গার্ল নাকি ‘জি লে জারা’ সিনেমা করতে নাকি রাজি হয়েছেন।

শুধু নায়িকাদের নিয়ে সমস্যায় পড়েননি প্রযোজক ফারহান। বরং প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের বিপরীতে নায়ক নির্বাচন নিয়েও ঝামেলায় পড়তে হয় নির্মাতাদের। জানা যায়, ফারহান আখতার, জোয়া আখতার এবং রিমা কাগতির কিছুতেই মনে ধরছিল না কোনও অভিনেতাকে। অবশেষে সেই কাস্টিং প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পথে, জানান দিলেন খোদ ফারহান আখতারই।

সংবাদ মাধ্যমের কাছে ফারহান জানিয়েছেন, সত্যি কথা বলতে কী, সব অভিনেতা, অভিনেত্রীদের ডেট একসঙ্গে পাওয়া মারাত্মক কষ্টকর ছিল। তবে আমরা আপাতত সবকিছু ঠিক করে ফেলেছি। খুব শিগগিরিই সেই শুটিং শুরু করব।

প্রসঙ্গত, বলিউডে পুরুষদের নিয়ে এযাবৎকালে একাধিক রোড ট্রিপের গল্প পর্দায় দেখা গেলেও নারীকেন্দ্রিক এমন সিনেমা সেভাবে দেখা যায়নি। সেই কারণেই ‘জি লে জারা’ সিনেমাতে প্রিয়াঙ্কা, আলিয়া, ক্যাটরিনার রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকমহল। তবে তাদের বিপরীতে কোন নায়কদের দেখা যাবে- সেটা খোলসা করেননি ফারহান আখতার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS