গর্ভের সন্তান নিয়ে প্রশ্নে সুপারস্টারকে যা বলেছিলেন মৌসুমী

গর্ভের সন্তান নিয়ে প্রশ্নে সুপারস্টারকে যা বলেছিলেন মৌসুমী

ভারতেরর বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। যিনি সমানভাবে বলিউড ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। রাজেশ খান্না, শশী কাপুর, জীতেন্দ্র, সঞ্জীব কুমার, বিনোদ মেহ্‌রা এবং অমিতাভ বচ্চনের মত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

মাত্র ১৬ বছরে হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায় বিয়ে করেন মৌসুমী। একবার মৌসুমীকে এমন এক মন্তব্য করেছিলেন রাজেশ খান্না, যা শুনলে রীতিমতো চমকে উঠবেন আপনি।

মৌসুমী ও জয়ন্তের দুই সন্তান। একবার যখন মৌসুমী গর্ভবতী তেমন সময়েই রাজেশ খান্না তাকে প্রশ্ন করেন, গর্ভে যে সন্তান রয়েছে তা কি বিনোদ মেহরার?

রাজেশের এই প্রশ্ন শুনে চুপ করে থাকেননি মৌসুমী। সে সময় রাজেশের তৎকালীন স্ত্রী ডিম্পল কাপাডিয়া ও ঋষি কাপুরের সম্পর্ক নিয়ে চলছিল বেশ আলোচনা। তাদের সিনেমাও ওই সময় হিট। হিট অনস্ক্রিন ও অফস্ক্রিন রোমান্সও। সেই প্রসঙ্গই টেনে এনে মৌসুমীও রাজেশকে পাল্টা জিজ্ঞাসা করেন, তার ও ডিম্পলের সন্তানেরা কি সত্যিই তার নাকি ঋষি কাপুরের?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের এই ঘটনার কথা শেয়ার করেছেন মৌসুমী নিজেই। মৌসুমীর দুই সন্তানের নাম পায়েল ও মেঘনা। এদের মধ্যে ছোট মেয়ে পায়েল মাত্র ৪৫ বছর বয়সে ২০১৯ সালে চলে যান। 

একটা দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে প্রায় দূরে সরিয়ে রেখেছিলেন মৌসুমী। তিনি জানিয়েছেন, পেশাগত ও ব্যক্তিগত জীবনের সঙ্গে কোনও আপস করতে চাননি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সেই কারণেই বহু সিনেমা থেকে বাদও পড়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS