শাকিব খানের নতুন লুকের হিড়িক

শাকিব খানের নতুন লুকের হিড়িক

হঠাৎ করেই নতুন  লুক প্রকাশের হিড়িক পড়েছে সুপারস্টার শাকিব খানের। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে তার একগুচ্ছ নতুন লুকের ছবি। এর মধ্যে ভাইলাল হয়ে যাওয়া ছয়টি ছবিতে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন গেট-আপ।

প্রফেসর থেকে শুরু করে শুটার বৃদ্ধের মতো নানা চরিত্রের ছাপ পাওয়া যাচ্ছে ঢালিউডের এই খানকে। আর এসব ছবি দেখে রীতিমতো যেন উৎসবে মেতে উঠেছে শাকিবিয়ানরা। তাদের কৌতুহল একসঙ্গে এতোগুলো লুকের রহস্য কী! 

সদ্যই একটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব খান। যা নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক আদনান আল রাজীব। সেই বিজ্ঞানেই মূলত ছয়টি বৈচিত্র্যময় লুকে নিজেকে উপস্থাপন করেছেন এই তারকা।

এদিকে সেইসব ছবি নিয়ে আলোচনার মাঝেই পাইলটের বেশে হাজির হয়ে চমকে দিলেন দেশ সেরা এই নায়ক। সেই ছবিতে দেখা যায় সম্পূর্ণ অন্যরকম এক শাকিব খানকে; যা নিয়ে সামাজিকমাধ্যমে তৈরি হয়েছে শোরগোল।

ছবিতে দেখা যায়, নেভি ব্লু ক্যাপ্টেন ইউনিফর্ম, গম্ভীর লুক, পরিপাটি গেটআপ; চোখে সানগ্লাস আর পরিচ্ছন্ন গোঁফে যেন ভক্তদের নতুন করে মুগ্ধ করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে শাকিব লেখেন, ‘আকাশটা সীমা নয়, এটি শুরু করার স্থান!’

সামনেই আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’। অনেকে ভেবেছেন, এগুলো হয়ত এই সিনেমার নতুন লুক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS