শাকিবের সঙ্গে বিয়ের সময়ের কথা জানালেন বুবলী

শাকিবের সঙ্গে বিয়ের সময়ের কথা জানালেন বুবলী

রাজধানীতে একটি ফ্যাশন ইভেন্টে হাজির হয়ে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সেখানে এই পর্দা কন্যাকে দেখা গেছে, রাজকীয় সাজে।

গাঢ় বেগুনি রঙের একটি জমকালো লেহেঙ্গা শাড়িতে বধূবেশে হাজির হন তিনি। শাড়িজুড়ে ছিল সোনালি ও রুপালি সুতার নিপুণ কারুকাজ আর পাথরের ঝিলিক। গলায় ভারী নেকলেস, কানে বড় দুল এবং সিঁথিতে টিকলি- সব মিলিয়ে রাজকীয় সাজে তাকে লাগছিল অনবদ্য।

বিয়ে উৎসব নামক সেই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে এলো বুবলীর নিজের বিয়ে, ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বিয়ের স্মৃতিচারণা করেন এই চিত্রনায়িকা।

তিনি বলেন, ‘আমার বিয়ের সাজটা খুব ছিমছাম ছিল। শাড়ি পরেছিলাম। যেহেতু আমরা মিডিয়াব্যক্তিত্ব, তাই কিছু গোপনীয়তার বিষয় ছিল। খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়নি, ঘরোয়াভাবেই হয়েছিল। তবে আমি আমার মনের মতো করেই সেজেছিলাম, খুব ন্যাচারাল লুকে।’

সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে ডায়েট মানেন না বুবলী। জানালেন, শাকিব ও তার পছন্দের খাবার একই।

এরপর নায়িকা বলেন, ‘বিয়েবাড়িতে ঢোকার পরই সবার আগে খাবারের দিকে মনোযোগ থাকে। চোখের ক্ষুধাই আসল। আমার এবং আমার বরের (শাকিব খান) দুজনেরই মাছ ও সবজি খুব পছন্দ। তবে বিয়েতে তো রিচ ফুড থাকেই, সেদিন আর ডায়েট করা হয় না।’

উল্লেখ্য, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। বুবলীর জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS