রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুইদিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৮১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ২টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ১১০টি সিএনজি ও ২৭৩টি মোটরসাইকেলসহ মোট ৫৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ৩৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৯টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ২৯৪টি মোটরসাইকেলসহ মোট ৪৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৯টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ২৮২টি মামলা হয়েছে।
তিনি আরও জানান, অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ৭টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ২৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১৪৬টি মোটরসাইকেলসহ মোট ৩৮৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ১৬টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ১৯৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬০৬টি গাড়ি ডাম্পিং ও ৩৮৪টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।