ভাঙ্গায় আট ইউপি চেয়ারম্যানের সঙ্গে বাবুলের মতবিনিময়

ভাঙ্গায় আট ইউপি চেয়ারম্যানের সঙ্গে বাবুলের মতবিনিময়

ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল ভাঙ্গা উপজেলার আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) তার নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত এই সভায় ইউপি চেয়ারম্যানরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো আয়োজনজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সামনে আরও সমন্বিত ও শক্তিশালী প্রচারণার প্রত্যাশা।

সভায় অংশ নেন আজিমনগরের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, মানিকদহ ইউপি চেয়ারম্যান এ কে এম শহিদুল্লাহ ইসলাম বাচ্চু, নাছিরাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন খান, চুমুরদী ইউপি চেয়ারম্যান সোহাগ মাতুব্বর, ঘারুয়া ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী, কাউলিবেড়া ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু, কালামৃধা ইউপি চেয়ারম্যান রেজাউল মাতুব্বর এবং তুজারপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান ওলী।

স্থানীয় নেতৃত্বের এই সমর্থন আগামী নির্বাচনে বিএনপির মাঠপর্যায়ের সংগঠনকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন শহিদুল ইসলাম বাবুল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS