একইদিনে গণভোট-জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি: ইসি সচিব

একইদিনে গণভোট-জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একইদিনে সম্পন্ন করার প্রস্তুতি এগিয়ে রাখা হচ্ছে। আগামী শনিবার (২৯ নভেম্বর) হবে মক ভোটিং।

মঙ্গলবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং করবো। এই মক ভোটিংয়ের ফলাফলের ভিত্তিতে কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, সমন্বয় প্রয়োজন কি না, ভোটকক্ষ বা জনবল বাড়ানো-কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার অধ্যাদেশ গতকাল জারি হয়েছে। দায়িত্বের আভাস পাওয়ার পর থেকেই আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি। কাগজে-কলমে এবং মাঠপর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু করা হয়েছে। আপনারা বরং খুশি হবেন যে আমরা অগ্রিম প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে রাখছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS