বলিউড তারকারা বিয়ের আসরে নেচে কত টাকা পান?

বলিউড তারকারা বিয়ের আসরে নেচে কত টাকা পান?

ভারতের উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। সেখানকার বিভিন্ন মুহূর্ত সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের আসরে বসেছে বলিউডের চাঁদের হাট।

অভিনেতা রণবীর সিং থেকে জাহ্নবী কাপুর অনেকেই বিয়েতে নেচেছেন। তবে এই প্রথম নয়। প্রায়ই ‘হাই প্রোফাইল’ বিয়েতে নাচেন বলিউড তারকারা। এতে কে কত পারিশ্রমিক পান?

অনন্ত অম্বানীর বিয়েতেও নাচতে দেখা গিয়েছিল রণবীর সিংকে। প্রায়ই বিয়ের আসরে নাচেন তিনি। শোনা যায়, ১ কোটি বা তার কিছু বেশি পারিশ্রমিক নেন তিনি।

আলিয়া ভাটও একসময় নাচতেন বিয়ের অনুষ্ঠানে। তবে বিয়ের পরে সেভাবে তাকে দেখা যায় না। যদিও অনন্ত অম্বানীর বিয়েতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে নেচেছিলেন। বিয়ের আসরে নেচে এই নায়িকা দেড় কোটি টাকা নেন বলে শোনা যায়।

বিয়ের অনুষ্ঠান সালমান খান নেচে মাতিয়ে রাখেন। তার উপস্থিতিই পুরো পরিবেশ বদলে দিতে পারে। বিয়ের আসরে নেচে তিনি নাকি ২ কোটি টাকা নেন। বলিউডের সিনেমাতে নিজের পছন্দমতো নাচ কোরিয়োগ্রাফি করে নেন তিনি। বেশি জটিলতা পছন্দ নয় তার। তবে সেই নাচেই নাকি বাজিমাত করেন ভাইজান।

একসময় বিয়ের অনুষ্ঠানে নাচতে চাইতেন না রণবীর কাপুর। তবে নিজেই সেই ছক ভাঙেন। বিয়েতে নেচে ২ কোটি টাকা পারিশ্রমিক নেন এই তারকা।

বলিউডের সিনেমাতে দীপিকা পাড়ুকোনের নাচ মুগ্ধ করে। সেই দীপিকা বিয়ের আসরে নেচে ১ কোটি টাকা পারিশ্রমিক পান।

ভিকি কৌশলও বিয়ের আসরে নেচে ১ কোটি টাকা নেন। তবে ভিকি-ঘরনি অর্থাৎ ক্যাটরিনা কাইফের পারিশ্রমিক অনেকটাই বেশি। বলিউডের ‘শীলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’, ‘কমলি’সহ বেশ কিছু জনপ্রিয় নাচের গান রয়েছে। তাই বিয়ের আসরও যে তিনি মুহূর্তে মাতিয়ে দেন। ৩.৫ কোটি টাকা পারিশ্রমিক নেন ক্যাটরিনা।

বলিউড বাদশা শাহরুখ খানও বিয়ের আসরে নেচেছেন। এই সুপারস্টার ৩ কোটি এবং অক্ষয় কুমার ২.৫ কোটি টাকা নেন বলে শোনা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS