বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এক আবেগঘন বার্তা ভাইরাল হয়ে পড়ে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে মির্জা ফখরুল নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করেন, যেখানে খালেদা জিয়ার একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবির নিচে লেখা ছিল মাত্র আটটি শব্দ—‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’।
এই সংক্ষিপ্ত বাক্যগুলোতে দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই, মানবিক টানাপোড়েন এবং নেত্রীকে হারানোর ভয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। শেয়ার ও মন্তব্যের ঘরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোয়া, শুভকামনা ও আবেগের বন্যা বইতে শুরু করে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের সংহতির তরঙ্গ সৃষ্টি করে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ জটিল আকার ধারণ করেছে। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।