সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক সজল মারা গেছেন

সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক সজল মারা গেছেন

সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

সজলের সহকর্মীরা জানান, সকাল ৯টার দিকে কর্মস্থলে অসুস্থ বোধ করলে নিকটস্থ একটি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন সজল। সেখান থেকে অফিসে এসে দুপুরের খাবার খান। এরপর মগবাজারের বাসায় ফিরে যান। তবে চার তলার ফ্ল্যাটের গেট খুললেও ভেতরে প্রবেশ করতে পারেননি। প্রতিবেশীরা তাকে সিঁড়িতেই পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন, কিন্তু সজল আর ফেরেননি।
 
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন।
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশুনা করা সজল ২০১৩ সাল থেকে সময় টেলিভিশনের প্রযোজনা বিভাগে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের রহমপুরে।
 
তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে, বাবা-মাসহ অনেক স্বজন-বন্ধু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী টাঙ্গাইলে একটি কলেজে শিক্ষকতা করেন। ঢাকায় সজল একই থাকতেন।
 
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সজলের লাশ তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS