তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে আহত-নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্তির দিন সোমবার (২৪ নভেম্বর) কারখানাটির গেটের সামনে আগুনে পুড়ে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গার্মেন্ট শ্রমিক সংহতির নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে কারখানা গেটের সামনে সংগঠনের সভাপ্রধান শ্রমিকনেতা তাসলিমা আখতারের সভাপতিত্বে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে ক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, প্রচার সম্পাদক হযরত বিল্লাল, সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক আসাদুল্লা ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তাসলিমা আখতার বলেন, ১৩ বছর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর মালিকপক্ষের অব্যবস্থাপনা, কাঠামোগত ত্রুটি এবং সরকারি ছাড়পত্রে ত্রুটিপূর্ণ কারখানা চালাবার সুযোগের কারণে তাজরীনে ১১২ জন শ্রমিক আগুণে পুড়ে মৃত্যুবরণ করেন।
এই ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড হিসাবে অভিহিত করে তিনি বলেন, ১৩ বছর পার হলেও বিচার প্রক্রিয়ার ধীর গতি এবং সরকারের অবহেলার কারণে এই হত্যার বিচার হয়নি। এই ঘটনা শ্রমিক আন্দোলনের ইতিহাসে ন্যক্কারজনক ঘটনা হিসাবেই থাকবে।
তাসলিমা আখতার আরও বলেন, তাজরীনের মালিক দেলোয়ার হোসেনসহ ১৩ আসামির শাস্তি হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হতো। অন্যান্য কারখানার মালিকরা সতর্ক হতো, রানা প্লাজা, রূপগঞ্জের মতো ঘটনায় নির্মম মৃত্যু দেখতে হতো না।
সমাবেশ থেকে দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং আহত-নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবি জানানো হয়।