সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো নির্মাণ করবে সরকার। এতে ব্যয় হবে ৪১৩ কোটি ৫০ লাখ ৭ হাজার ৪৪৮ টাকা।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় (প্যাকেজ নম্বর সান/জামালগঞ্জ/সিডব্লিউ- ২; ই-জিপি টেন্ডার আইডি: ১০২৮৭৮৭) নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
এতে ব্যয় হবে ৪১৩ কোটি ৫০ লাখ ৭ হাজার ৪৪৮ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান এম. এম. বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
এছাড়া বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় (প্যাকেজ নম্বর সান/জামালগঞ্জ/সিডব্লিউ -১; ই-জিপি টেন্ডার আইডি: ১০৭৫৮০২) নির্মাণ কাজের পুনঃক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
এতে ব্যয় হবে ২০৪ কোটো ৫৪ লাখ ১৮ হাজার ৪৩৫ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো এম. এম. বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।