৪১৩ কোটি টাকায় জামালগঞ্জে উড়াল সড়ক নির্মাণ করবে সরকার

৪১৩ কোটি টাকায় জামালগঞ্জে উড়াল সড়ক নির্মাণ করবে সরকার

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো নির্মাণ করবে সরকার। এতে ব্যয় হবে ৪১৩ কোটি ৫০ লাখ ৭ হাজার ৪৪৮ টাকা।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। 

বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় (প্যাকেজ নম্বর সান/জামালগঞ্জ/সিডব্লিউ- ২; ই-জিপি টেন্ডার আইডি: ১০২৮৭৮৭) নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। 

এতে ব্যয় হবে ৪১৩ কোটি ৫০ লাখ ৭ হাজার ৪৪৮ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান এম. এম. বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। 

এছাড়া বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় (প্যাকেজ নম্বর সান/জামালগঞ্জ/সিডব্লিউ -১; ই-জিপি টেন্ডার আইডি: ১০৭৫৮০২) নির্মাণ কাজের পুনঃক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।  

এতে ব্যয় হবে ২০৪ কোটো ৫৪ লাখ ১৮ হাজার ৪৩৫ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো এম. এম. বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS