বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন, আত্মতৃপ্তি নিয়ে যা বললেন বুবলী

বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন, আত্মতৃপ্তি নিয়ে যা বললেন বুবলী

ঢাকাই সিনেমার হালের আলোচিত নায়িকা শবনম বুবলী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তার জন্মদিন। বাবা-মা, একমাত্র ছেলে শেহজাদ ছাড়াও বৃদ্ধাশ্রমে গিয়ে বিশেষ দিনে সময় কাটান এই পর্দাকন্যা।   

অন্যান্য বছরের মতো উৎসবমুখর জন্মদিন উদযাপনের বাইরে গিয়ে বুবলী তার বিশেষ দিনে ব্যতিক্রমী এই আয়োজন করেন বলে জানা যায়।

এ বিষয়ে আরও জানা গেছে, রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটান বুবলী। কেক কাটেন, গল্প করেন আর ভাগ করে নেন খাবার। শুধু তাই নয়, সেখানে উপস্থিত প্রতিটি সিনিয়র সিটিজেনের জন্য আলাদা উপহারের ব্যবস্থাও করেন এই অভিনেত্রী।  

এ বিষয়ে শবনম বুবলী বলেন, জন্মদিনের আগে থেকেই দেশ-বিদেশের ভক্তদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা পাই। সবার বার্তায় আলাদা করে জবাব দিতে না পারলেও প্রতিটি বার্তা মন দিয়ে পড়ি। এগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়। তাই এবার ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল।

বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কাটানো সময়ের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন বুবলী। এর ক্যাপশনে তিনি লেখেন, জন্মদিনের মতো এতো সুন্দর একটি দিন আমার পরিবার, সম্মানিত সাংবাদিকগণ, প্রিয় ভক্তকূল, শুভাকাঙ্ক্ষীসহ নানান শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো হয় যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের। ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়, এই সময়টি ঠিক তেমনই। এই বাবা-মায়েদের সাথে কাটানো সময়গুলো অনেক স্মরনীয় হয়ে থাকলো।

বর্তমানে বুবলীর হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মাঝে জাহিদ জুয়েলের ‘পিনিক’, লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ এবং ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার কাজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS