গোপালগঞ্জের মুকসুদপুরে মামলার বাদী স্মৃতি বাছা নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ২২ মে উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গুচ্ছগ্রামের পাশের একটি বাদাম ক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্মৃতি বাছা একই গ্রামের মৃত রঞ্জিত বাছাড়ের স্ত্রী।
সোমবার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন জানান, ৩ মাস আগে একটি গাছ কাটার ঘটনা নিয়ে একই এলাকার বাদল শেখ নামে এক ব্যক্তির সঙ্গে নিহত স্মৃতি বাছাড়ের বিরোধ হয়। এ নিয়ে স্মৃতি বাছাড় বাদি হয়ে বাদল শেখকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলায় হাজির হতে গেলে বিচারক বাদলকে জেল হাজতে পাঠায়। রোববার ২১ মে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে রাতেই মামলার বাদি স্মৃতি বাছাড়কে বিবস্ত্র করে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর তার মরদেহ পাশের একটি বাদাম ক্ষেতে ফেলে রাখে।
সোমবার অনেক খোঁজাখুঁজির পর নিহত স্মৃতি বাছাড়ের মরদেহ একটি বাদাম ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ৯টায় এ রিপোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি।