আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিমানের টিকিট

আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিমানের টিকিট

আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বাংলাদেশে কার্যরত সব এয়ারলাইন্সের টিকিট কেনার সুযোগ রেখে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, প্রতিযোগিতামূলক দাম নিশ্চিত করা এবং যাত্রীদের ঝামেলাহীন সেবা দেওয়ার লক্ষ্যেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

আন্তর্জাতিক কার্ড শুধু বিদেশ যাওয়ার ক্ষেত্রে খরচে ব্যবহারের সুযোগ রয়েছে। কিন্তু ডিজিটাল সেটেলমেন্ট সুবিধার ঘাটতির কারণে অনেক যাত্রী দেশে তুলনামূলক কম দামে টিকিট কিনতে সমস্যার মুখোমুখি হতেন। নতুন নীতিমালার ফলে যাত্রীরা দেশে বসেই আন্তর্জাতিক রুটের টিকিট সহজে এবং স্বচ্ছ পদ্ধতিতে কিনতে পারবেন।

নতুন নীতিমালায় বলা হয়েছে, বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা এখন ঢাকা–সিঙ্গাপুর, ঢাকা–দুবাইসহ সব ধরনের বিদেশগামী রুটের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কিনতে পারবেন। টিকিট বিক্রয় থেকে প্রাপ্ত সব অর্থ দেশের অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, যাতে বৈদেশিক মুদ্রা আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে প্রবাহিত হয়।

ভ্রমণ বরাদ্দের আওতায় ইস্যু করা আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার জন্য ব্যবহার করা অর্থ পুনরায় রিফিল করা যাবে, তবে সেটি শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন সংশ্লিষ্ট এডি ব্যাংক নিশ্চিত করবে যে, টিকিট বিক্রির পুরো অর্থ দেশে জমা হয়েছে। একইসঙ্গে দেশে কার্যরত বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের বিক্রয়লব্ধ বৈদেশিক মুদ্রা অথোরাইজ ডিলার ব্যাংক (এডি) পরিচালিত হিসাবেই জমা করবে এবং ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট অর্থ বৈধভাবে তাদের প্যারেন্ট অফিসে পাঠাতে পারবে।

নতুন এই নীতিমালার ফলে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ দেশের এভিয়েশন টিকিটিং ব্যবস্থাকে আন্তর্জাতিক ডিজিটাল স্ট্যান্ডার্ডের যুগে প্রবেশ করল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS