অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান

অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছে।

বুধবার (১৯  নভেম্বর) দিল্লিতে এ বৈঠক হয়।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো নিরাপত্তা কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল বুধবার (১৯  নভেম্বর) দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  অজিত দোভালের সঙ্গে বৈঠক  করেছে। 

এ সময় ভারতীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা সিএসসির কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. খলিলুর রহমান।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি )  নিরাপত্তা উপদেষ্টাদের  সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১৮ নভেম্বর)  দিল্লি  যান।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি ) আওতায় আগামীকাল ২০ নভেম্বর ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভারত মহাসাগর ঘিরে থাকা ৫  দেশের সমন্বয়ে গঠিত এ প্ল্যাটফর্মে বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে। এতে যোগ  দেবেন ড. খলিলুর রহমান।  এ দিন বিকেলেই ঢাকায় ফিরবেন তিনি।

এবারের ৭ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ভারত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS