প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতার গ্রেপ্তার চান ২৩ বিশিষ্ট নাগরিক

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতার গ্রেপ্তার চান ২৩ বিশিষ্ট নাগরিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দেশের ২৩ জন বিশিষ্ট নাগরিক। 

সোমবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সেখানে বলা হয়েছে: আমরা বিস্ময় এবং ক্ষোভের সাথে প্রত্যক্ষ করছি যে, গত ১৯ মে ২০২৩ রাজশাহীতে আয়োজিত এক জনসমাবেশে বিএনপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ চাদ তার বক্তৃতায় তাদের ১ দফা দাবি বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে কবরে পাঠানোর আহ্বান জানান। তিনি এ বক্তব্যের মধ্য দিয়ে প্রকারান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। আমরা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারী হিসেবে আবু সাঈদ চাদকে অবিলম্বে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে এ হত্যা পরিকল্পনার সাথে আর কারা জড়িত আছে তা খুঁজে বের করার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি আহবান জানাই।

বিবৃতিতে সাম্প্রতিক সময়ে বর্তমান সরকার এবং দেশের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের সম্পর্কে দেশবাসীকে সদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন-
১. আবেদ খান, ২. সুজেয় শ্যাম, ৩. আশরাফুল আলম, ৪. নাসির উদ্দীন ইউসুফ, ৫. গোলাম কুদ্দুছ, ৬. কবি ড.মুহাম্মদ সামাদ, ৭. অধ্যাপক ড. কামরুল আহসান খান, ৮. কেরামত মাওলা, ৯. অধ্যাপক জিয়াউল হাসান কিসলু, ১০. ঝুনা চৌধুরী, ১১. কাওসার চৌধুরী, ১২. মিলন কান্তি দে, ১৩. কামাল পাশা চৌধুরী, ১৪. মো. আহ্কাম উল্লাহ্, ১৫. নাদের চৌধুরী, ১৬. মিজানুর রহমান, ১৭. অভিনেতা ফেরদৌস আহমেদ, ১৮. রোকেয়া প্রাচী, ১৯. ড. নিগার চৌধুরী, ২০. সুজিত মোস্তফা, ২১. মাহমুদ সেলিম, ২২. মুনমুন আহমেদ, ২৩. সঙ্গীতা ইমাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS