নির্বাচন বানচালে যুবদল নেতা কিবরিয়াকে হত্যা: যুবদল

নির্বাচন বানচালে যুবদল নেতা কিবরিয়াকে হত্যা: যুবদল

আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে বানচাল ও ভোটের পরিবেশ নষ্ট করতেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। তারা উল্লেখ করেছেন, গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দক্ষিণ যুবদল আয়োজিত ‘ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন নেতারা।

তারা বলেন, দেশকে সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন। ভোট বিলম্বিত করতে বিভিন্ন গোষ্ঠী নানা রকম কলকাঠি নাড়ছে।

গোলাম কিবরিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, যুবদল ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে, তবে বাধ্য হলে রাজপথেও নামবে।

এ সময় যুবদলের নেতাকর্মীদের ফ্যাসিস্ট বিরোধী যোদ্ধা হিসেবে উল্লেখ করে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সভার শেষে কাকরাইল থেকে নয়াপল্টনে মিছিল করে যুবদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS