কারাবন্দি আ. লীগ নেতা অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

কারাবন্দি আ. লীগ নেতা অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি ঢাকা উত্তর সিটি করপোরেশন ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজীপুর কাশিমপুর কারাগারে হাজতি বন্দি মুরাদ হোসেন (৬৫) ঢাকা মেডিকেলে হাসপাতালে মারা গেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা বন্দি মুরাদকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার হাজতি নাম্বর ১৬৪৪/২৫।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে জানা যায়, বুধবার (৯ এপ্রিল) দুপুরে মিরপুর আহমেদ নগর এলাকা থেকে মুরাদ হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ।

মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে মিরপুরের আহমে নগর থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS