রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২২০ রিটেইলারের অংশগ্রহণে বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন ‘শ্রেষ্ঠত্বের পথচলায় সহযাত্রী’ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি রেস্তোঁরায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ (এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর) এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে সভাপতিত্ব করেন মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাজির আহমেদ মোল্লা। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের এজিএম (সেলস) নূর কুতুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার (ঢাকা সাউথ) মো. রোকনুজ্জামান এবং ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি নূর কুতুব উল আলম বলেন, আপনাদের ক্ষতি মানে কোম্পানির ক্ষতি। অন্যান্য কোম্পানির তুলনায় বসুন্ধরা ২.৬ শতাংশ পাত ব্যবহার করে, যা আমাদের নিরাপত্তা ও মানের উচ্চতার প্রমাণ। দাম বেশি হওয়ার মানে আমাদের লাভ বেশি হচ্ছে না, বরং মান নিশ্চিত করছি।
তিনি আরও জানান, বসুন্ধরার একটি প্ল্যান্ট দিয়ে দেশের মোট চাহিদার ৬০ শতাংশ এলপি গ্যাস সরবরাহ করা সম্ভব।
সভাপতি নাজির আহমেদ মোল্লা বলেন, বসুন্ধরা কখনো পণ্যের গুণমান, ওজন বা নিরাপত্তা নিয়ে ছাড় দেয় না। আমাদের লক্ষ্য বসুন্ধরাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া।
রিটেইলার ইয়াসিন শেখ বলেন, ফায়ার সার্ভিস ট্রেনিং এবং এওয়ারনেস প্রোগ্রাম চালু করলে বিক্রি বহুগুণ বাড়বে।
অন্যান্য বক্তারা জানান, বসুন্ধরা এলপি গ্যাস দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি রিটেইলার ও পরিবেশকদের সঙ্গে ব্যবসায়িক উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। উল্লেখ্য, বসুন্ধরা এলপি গ্যাস একাধিকবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এবং সুপারব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি অর্জন করেছে।
অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে ১৩ জন রিটেইলারকে পুরস্কৃত করা হয়।