আইসিসিবিতে সোলার এক্সপোতে উপচেপড়া ভিড়

আইসিসিবিতে সোলার এক্সপোতে উপচেপড়া ভিড়

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ২২তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। নবায়নযোগ্য জ্বালানি, সোলার প্রযুক্তি এবং সবুজ উদ্ভাবনে আগ্রহী শিক্ষার্থী, উদ্যোক্তা, গবেষক ও শিল্পখাতের পেশাজীবীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল জমজমাট।

এক্সপোর নলেজ পার্টনার হিসেবে আছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজিডি বাংলাদেশ। মেলায় শুক্রবার (১৪ নভেম্বর) ছাত্রছাত্রী, গবেষক, উদ্যোক্তা ও প্রযুক্তিপ্রেমীদের ভিড় ছিল লক্ষণীয়। অনেকেই নতুন সোলার প্যানেল, স্টোরেজ সল্যুশন, ইনভার্টার, স্মার্ট এনার্জি সিস্টেম এবং ইনোভেটিভ গ্রিন টেক সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। স্টল প্রতিনিধিদের সঙ্গে চলেছে আলাপ, প্রযুক্তি ডেমো দেখা এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং।

স্টলগুলোতে ছিল ইন্ডাস্ট্রি OEM, আন্তর্জাতিক কোম্পানি, স্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠান ও নবীন স্টার্টআপ যারা ভবিষ্যতের সবুজ জ্বালানির সমাধান উপস্থাপন করছে।

এদিকে জিআইজেড বাংলাদেশ আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) আয়োজন করছে ‘Shaping Tomorrow’s Energy Workforce’ শীর্ষক দিনব্যাপী কনফারেন্স। আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে অনুষ্ঠেয় এই সম্মেলনে দেশের সবুজ জ্বালানির রূপান্তর, দক্ষ জনশক্তি গঠন ও নীতি-উদ্ভাবন বিষয়ক একাধিক সেশন থাকবে।

জার্মান উন্নয়ন সংস্থা ডয়চে গেসেলশাফট ফুর ইন্টারন্যাশনালে স্যামেনআরবাইট দীর্ঘদিন ধরে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ও জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। সৌরবিদ্যুৎ, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং জাতীয় গ্রিডে এসব উৎসের সংযোগ জোরদার করতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে সংস্থাটি। এর ফলে দেশের বিদ্যুৎ সরবরাহ আরও নির্ভরযোগ্য হচ্ছে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমছে।

আগামী দিনের জ্বালানি রূপান্তরকে এগিয়ে নিতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS