মহান স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী এবং মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজসহ বহু শিক্ষা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মেসবাহ উদ্দিন সাবুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ১৪ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু স্মৃতি সংসদের উদ্যোগে মতিঝিল এজিবি কলোনির আইডিয়াল জোনের সাবু চত্বরে বাদ আসর শুরু হবে আলোচনা সভা।
এছাড়া ওইদিন সন্ধ্যা ৭টায় সাবু নৈশ বিদ্যালয়ে আলোচনার সভার আয়োজন করেছে তানজীম ফাউন্ডেশন।
মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাবু স্মৃতি সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
১৩ নভেম্বর মরহুমের ছেলে নাদিম সাকিরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।