নির্বাচন নিয়ে জাতিসংঘে চিঠি দিয়ে কোনো লাভ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে জাতিসংঘে চিঠি দিয়ে কোনো লাভ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে জাতিসংঘে চিঠি দিয়ে কোনো লাভ হবে না। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের দুজন সাবেক মন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা বন্ধে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘে চিঠি দিয়ে কোনো লাভ হবে না।’

প্রসঙ্গত, গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর এক চিঠি দিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চিঠিতে বলা হয়, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনি সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি, যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয়, বিশ্বাসযোগ্যও নয়।

এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে।

এর আগে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছেও একই ধরনের চিঠি দেন। তারা দু’জনেই নির্বাচনে সহায়তা বন্ধে চিঠি দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS