বাংলাদেশের ডেনিম শিল্পকে কেন্দ্র করে আয়োজিত দুই দিনব্যাপী প্রদর্শনী মেলা—‘১৯তম বাংলাদেশ ডেনিম এক্সপো’ শুরু হয়েছে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে।
বুধবার (৫ নভেম্বর) শুরু হওয়া এ মেলা চলবে বৃহস্পতিবার (৬ নভেম্বর) পর্যন্ত।
মেলায় অংশ নিয়েছে ১০টি দেশের প্রায় ৪৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে বাংলাদেশের বিভিন্ন মিলে উৎপাদিত ডেনিম ও নন-ডেনিম ফ্যাব্রিক, গার্মেন্টস প্রস্তুতকারী, গবেষণা ও রঞ্জনবিষয়ক প্রতিষ্ঠান এবং মেশিনারি কোম্পানি।
দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে থাকছে ডেনিম উৎপাদনের সর্বশেষ উদ্ভাবন, স্থায়ী প্রযুক্তি এবং নানা ধরনের নতুন পণ্যসম্ভার-যা বাংলাদেশকে বৈশ্বিক ডেনিম বাজারে সম্ভাব্য নেতৃত্বের দিকে এগিয়ে নেওয়ার সক্ষমতা তুলে ধরছে।
ডেনিম শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন চ্যালেঞ্জ, প্রযুক্তিগত উদ্ভাবন ও স্থায়িত্ব বিষয়ে আলোচনাও অনুষ্ঠিত হচ্ছে মেলায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) পরিচালক (যুগ্ম সচিব) বেবি রাণী কর্মকার। তিনি ডেনিম রাইজিং: বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্বের যাত্রা শীর্ষক বিষয়ে বক্তব্য দেন।
আয়োজক মোস্তাফিজ উদ্দিন বলেন, আমরা এই মেলাকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করেছি, যেখানে স্থায়িত্ব, বৈচিত্র্যময় ডিজাইন ও বৈশ্বিক শিল্পের পরিবর্তনশীল ধারা একসঙ্গে মিলে যায়।
তিনি আরও বলেন, এ বছর প্রদর্শনীতে নতুন প্রযুক্তি ও কার্যকর উপস্থাপনা আরও বেশি রাখা হয়েছে।