আইসিসিবিতে ১৯তম বাংলাদেশ ডেনিম এক্সপো শুরু

আইসিসিবিতে ১৯তম বাংলাদেশ ডেনিম এক্সপো শুরু

বাংলাদেশের ডেনিম শিল্পকে কেন্দ্র করে আয়োজিত দুই দিনব্যাপী প্রদর্শনী মেলা—‘১৯তম বাংলাদেশ ডেনিম এক্সপো’ শুরু হয়েছে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে।

বুধবার (৫ নভেম্বর) শুরু হওয়া এ মেলা চলবে বৃহস্পতিবার (৬ নভেম্বর) পর্যন্ত।

মেলায় অংশ নিয়েছে ১০টি দেশের প্রায় ৪৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে বাংলাদেশের বিভিন্ন মিলে উৎপাদিত ডেনিম ও নন-ডেনিম ফ্যাব্রিক, গার্মেন্টস প্রস্তুতকারী, গবেষণা ও রঞ্জনবিষয়ক প্রতিষ্ঠান এবং মেশিনারি কোম্পানি।

দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে থাকছে ডেনিম উৎপাদনের সর্বশেষ উদ্ভাবন, স্থায়ী প্রযুক্তি এবং নানা ধরনের নতুন পণ্যসম্ভার-যা বাংলাদেশকে বৈশ্বিক ডেনিম বাজারে সম্ভাব্য নেতৃত্বের দিকে এগিয়ে নেওয়ার সক্ষমতা তুলে ধরছে।

ডেনিম শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন চ্যালেঞ্জ, প্রযুক্তিগত উদ্ভাবন ও স্থায়িত্ব বিষয়ে আলোচনাও অনুষ্ঠিত হচ্ছে মেলায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) পরিচালক (যুগ্ম সচিব) বেবি রাণী কর্মকার। তিনি ডেনিম রাইজিং: বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্বের যাত্রা শীর্ষক বিষয়ে বক্তব্য দেন।

আয়োজক মোস্তাফিজ উদ্দিন বলেন, আমরা এই মেলাকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করেছি, যেখানে স্থায়িত্ব, বৈচিত্র্যময় ডিজাইন ও বৈশ্বিক শিল্পের পরিবর্তনশীল ধারা একসঙ্গে মিলে যায়। 

তিনি আরও বলেন, এ বছর প্রদর্শনীতে নতুন প্রযুক্তি ও কার্যকর উপস্থাপনা আরও বেশি রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS