বয়স ষাটের দোরগোড়ায় ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখলেই তোলপাড় হয় আট থেকে আশির হৃদয়। বলিউডে রেখা পরবর্তী অধ্যায়ে যিনি সৌন্দর্য, ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তায় অনায়াসে ‘এভারগ্রিন’ তকমা অর্জন করেছেন। তিনি অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
এই অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে কখনও প্রশ্ন তোলেন না পরিচালক-প্রযোজকরা। এবার সেই অভিনেত্রীর ‘পেশাদারিত্ব জ্ঞান’ই এবার প্রশ্নের মুখে!
মাধুরী দীক্ষিতের কানাডার শো ঘিরে বিতর্ক এখন আলোচনায়। প্রথম শোয়েই তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোয় কটাক্ষের শিকার হতে হচ্ছে নায়িকাকে। পাশাপাশি ‘ধক ধক গার্ল’র কানাডা কনসার্ট বয়কটের দাবিও উঠেছে।
মাধুরীর কানাডার শো ঘিরে ভক্তদের উন্মাদনার অন্ত ছিল না। তবে প্রথম শোয়েই দেরিতে পৌঁছে বিতর্কের শিরোনামে নাম লেখালেন নায়িকা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর কানাডা শোয়ের বেশ কিছু ভিডিও। যেখানে ‘উন্মত্ত’ দর্শক-অনুরাগীদের ক্ষোভে ফুঁসতে দেখা গেছে! অভিযোগ, তিন ঘণ্টা দর্শকদের বসিয়ে রেখেছেন মাধুরী। মোটা অংকের টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে? প্রশ্ন তুলেছেন ক্ষিপ্ত দর্শকরা।
এখানেই শেষ নয়, কাঠগড়ায় মাধুরীর কানাডা কনসার্টের উদ্যোক্তারাও। চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে। কারও মন্তব্য, ‘ভীষণই খারাপ ব্যবস্থাপনা।’ কটাক্ষ করে কেউ বা বলেন, ‘টাকা নষ্ট, সময়ের অপচয়।’ কেউ আবার বলছেন, কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে একেকটা গানে মাধুরী নাচবে আর মাঝেমধ্যে মাধুরী গল্প করবে! এটা কীরকম শো?
এমন বিতর্ক নিয়ে মাধুরী দীক্ষিতের কী প্রতিক্রিয়া? এ বিষয়ে নায়িকা আপাতত নিরুত্তর রয়েছেন।