বিতর্কের মাঝেও ৪ দেশে মুক্তি পাচ্ছে ইমরান-ইয়ামির ‘হক’!

বিতর্কের মাঝেও ৪ দেশে মুক্তি পাচ্ছে ইমরান-ইয়ামির ‘হক’!

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাসমি ও ইয়ামি গৌতম জুটি বেঁধেছেন ‘হক’ সিনেমায়। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে আদালতে সিনেমাটি মুক্তি স্থগিত রাখার আবেদন করেছিলেন শাহ বানোর পরিবার।

এ কারণে সেন্সর থেকে কাট-ছাঁটের আশঙ্কাও ছিল। তবে মঙ্গলবার জানা গেল, মামলা-মোকদ্দমার বিতর্কের মাঝেও সেন্সরের কাঁচি চলেনি ইমরান-ইয়ামির ‘হক’-এ। ভারতসহ বিশ্বের ৪ দেশে মুক্তি পাচ্ছে সিনেমার ‘আনকাট ভার্সন’।

আগামী শুক্রবার (৭ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তির পেতে যাচ্ছে ‘হক’। এর আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল শাহ বানোর পরিবার। তাদের পক্ষে আইনজীবী তৌসিফ ওয়ারসির দাবি, এই সিনেমা মুক্তি পেলে ইসলাম ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত লাগতে পারে।

‘হক’ সিনেমার নির্মাতারা শাহ বানোর পরিবারের কাছ থেকে কোনও অনুমতি নেয়নি বলেও বিস্ফোরক অভিযোগ তার। সে কারণে সিনেমা মুক্তি পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে ইন্দোর হাই কোর্টের দ্বারস্থ হয় বানোর পরিবার। এবার খবর, আইনি জটিলতার মাঝেও সেন্সরের তরফে কোনও দৃশ্য কিংবা সংলাপে কাঁচি চালানো হয়নি।

অধিকারের জন্য সাজিয়া বানো নামে এক ভারতীয় নারীর লড়াইয়ের কাহিনি বলবে এই সিনেমা। যে চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম। অন্যদিকে তার আইনজীবী আব্বাসের ভূমিকায় ইমরান হাসমি। টিজার-ট্রেলার বহুল প্রসংশিত হওয়ার পর রিলিজের অপেক্ষায় দর্শকমহল।

জানা যায়, সেন্সরের ছাড়পত্রে ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেনে মুক্তি পাচ্ছে এই সিনেমা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS