ব্যক্তি বিষয় নয়, ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবো: রাজীব

ব্যক্তি বিষয় নয়, ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবো: রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, তারেক রহমান যার হাতেই ধানের শীষ তুলে দেবেন, আমরা অন্ধের মতো তাকে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়বো। ব্যক্তি আমাদের কাছে কোনো বিষয় নয়। দল যাকে মনোনয়ন দেবে, বিএনপির প্রতিটি নেতাকর্মী তার পক্ষে কাজ করবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ফতুল্লার আলীগঞ্জে বিএনপির রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাজীব বলেন, আমরা আগেই বলেছি— আমাদের দলের দর্শন হলো ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। আমাদের পূর্ণ আস্থা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি যে সিদ্ধান্ত নেবেন, তা দেশের স্বার্থ বিবেচনা করেই নেবেন। ব্যক্তিগত বা দলের সংকীর্ণ স্বার্থে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না।

তিনি আরও বলেন, বিএনপি বারবার তার অবস্থান স্পষ্ট করেছে। তারা (ক্ষমতাসীনরা) মনে করছে, যেহেতু তারা আর জনগণের ভোটে ক্ষমতায় ফিরতে পারবে না, তাই সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তারা জনগণের মতামতকে উপেক্ষা করে নিজেদের মত চাপিয়ে দিতে চাইছে— যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের প্রশ্নে বিএনপির অবস্থান বিকৃতভাবে তুলে ধরে বলা হচ্ছে, বিএনপি নাকি সংস্কার চায় না— এটা মিথ্যা প্রচারণা ছাড়া আর কিছু নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS