দেশজুড়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার ১৬৪১

দেশজুড়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার ১৬৪১

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৪১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১১৬ জন। 

মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৬৪১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১১৬ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫২৫ জন। 

অভিযানে পিস্তল দুটি, বিদেশি পিস্তল দুটি, পাইপ গান দুটি, তাজা ককটেল একটি, ম্যাগাজিন পাঁচটি, কার্তুজ তিনটি, সিসা কার্তুজ দুই রাউন্ড, গুলি চারটি, কিরিস চার রাউন্ড, চাইনিজ কুড়াল দুটি, রামদা ছয়টি, ছোরা একটি, চাকু একটি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS