সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

দেশের পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) এবারের নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক।

সোমবার (৩ নভেম্বর) ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট ও ১২ জন পরিচালক।

নির্বাচিতরা আগামী দুই বছর (২০২৬ ও ২০২৭) ডিবিএ‘র নেতৃত্ব দেবেন। নির্বাচিত সদস্যরা ডিবিএ’র আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মো. মনিরুজ্জামান, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। ভাইস প্রেসিডেন্ট পদে মো. নাফিজ-আল-তারিক ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন-এম রাফিউজ্জামান বোখারী, ব্যবস্থাপনা পরিচালক এবি অ্যান্ড কোম্পানি লিমিটেড; ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ ব্যবস্থাপনা পরিচালক এস সি এল সিকিউরিটিজ লিমিটেড; মো. নাদিম, ব্যবস্থাপনা পরিচালক আর এন ট্রেডিং লিমিটেড; আহমেদ কবির মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক আজম সিকিউরিটিজ লিমিটেড; আর. ওয়াই. শমসের, ব্যবস্থাপনা পরিচালক নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড; আমিনুল ইসলাম সিইও ওয়ান সিকিউরিটিজ লিমিটেড; আলহাজ্ব নাহিদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক জি এম এফ সিকিউরিটিজ লিমিটেড; নাঈম মো. কাইয়ুম, ব্যবস্থাপনা পরিচালক কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেড; মোহাম্মদ ইব্রাহিম, ব্যবস্থাপনা পরিচালক ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড; ডা. ওসমান গনি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এক্সপো ট্রেডার্স লিমিটেড; খন্দকার শফিকুর রহিম, ব্যবস্থাপনা পরিচালক ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড ও শরীফ আতাউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এস এ আর সিকিউরিটিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS