বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় দেখা গেছে, এবার উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী রয়েছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনটি আসন থেকে। এ ছাড়া সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে চৌধুরী নায়াব ইউসুফ, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম রিতা, ঝালকাঠি-২ আসনে ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, যশোর-২ আসনে সাবিরা সুলতানা, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন এবং নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থী তালিকা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।”

তিনি আরও জানান, অনেক আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। একসঙ্গে আন্দোলন করা শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে অবশিষ্ট আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS