পঞ্চগড়-২ আসনে বিএনপির কান্ডারি ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়-২ আসনে বিএনপির কান্ডারি ফরহাদ হোসেন আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসন থেকে লড়বেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদ ফরহাদ হোসেন আজাদ। 

সোমবার (৩ নভেম্বর) বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আরও ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 

বিএনপি পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার ওপর যে আস্থা রেখে পঞ্চগড়-২ আসনে দ্বিতীয়বারের মতো মনোনয়ন দিয়েছেন, আমি ইনশাআল্লাহ, দেবীগঞ্জ ও বোদার জনগণ এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবো।

তিনি আরও বলেন, আমার এলাকার জনগণের পক্ষ থেকে চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দলের পক্ষে যারা নিবেদিত ও ডেডিকেটেডভাবে কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে বিএনপির হাইকমান্ড থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যাকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। কোনো বিভক্তি বা স্থানীয় কোন্দল সহ্য করা হবে না। এমনকি অভ্যন্তরীণ বিরোধে যুক্ত হলে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS