বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও সমাজসেবক মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু। ‘পলিটিক্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস’ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার লাভ করেন।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জাঁকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম, জিনাত হাকিম ও চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার রাজু আলীমসহ অতিথিরা।
পুরস্কার গ্রহণের সময় মঞ্চে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু হাসিমুখে অতিথিদের কাছ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে করমর্দন করেন।
বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রদানের মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন ক্ষেত্রে যারা নিঃস্বার্থভাবে সমাজ ও জাতির সেবায় নিয়োজিত, তাদের কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়া। মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকুকে প্রদত্ত এই সম্মাননা বাংলাদেশের রাজনীতি ও সমাজসেবায় তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।