জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। গানের ভুবনে দীর্ঘ ক্যারিয়ার তার। বিভিন্ন ঘরনার গানের পাশাপাশি অসংখ্য বিষয়ভিত্তিক গানও করেছেন এই তারকা। এবার বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গান করলেন শফিক তুহিন।
‘মানবতার জয় হোক’ শিরোনামে এই গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান। শফিক তুহিনের লেখা এই গানটি ভিডিও আকারে ইতোমধ্যেই গত ৩১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন কীশোর নীল।
এ সম্পর্কে শফিক তুহিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আস্থা, ভরসা ও গর্বের অন্যতম জায়গা। দেশের ক্লাক্রিলগ্নে মানবতার হাত বাড়িয়ে দেন তারা সব সময়। দেশ এবং দেশের মানুষের কল্যানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তাই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একটি গান করার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত।
তিনি আরও বলেন, গানটি প্রকাশের পর থেকে অনেক সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস ভিন্ন আঙ্গিকে তৈরি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে। এই গানটি তৈরি করার ক্ষেত্রে যারা যারা আমাকে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা।